কষ্টের মুহুর্ত গুলো বড়ই নির্দয় নির্মম
থমকে দেয় চলার পথ যাতনা হরদম।
বেদনার বাষ্পগুলো জমে থাকে হৃদাকাশে
স্বপ্নরা সব রং হারিয়ে হয়ে যায় ফ্যাকাশে।
জীবনের অধ্যায় গুলো বিষে হয় নীলাভ
হৃদয়-মন হয়ে যায় বেদনায় সয়লাভ।
চারিদিকে নেমে আসে নিকষ কালো অন্ধকার
সব আলো নিভে যায় কে যেন দেয় ফুৎকার।
যাতনার বালুচরে খেলা করে দুঃসহ যন্ত্রনা
কষ্টের ক্যানভাসে আঁকি জীবনের আলপনা।
যে মনে একদিন বেঁজেছিল ভালোবাসার বীণ
প্রতারণার প্রবল জোয়ারে তা হয়েছে বিলীন।