কষ্টের বারান্দায় বসে তাকিয়ে আছি প্রত্যাশার উঠোনে
স্বপ্নরা যদি কখনো আসে বাস্তবতার পালকি চড়ে
সময়ের স্রোতে ভেসে চলে মুঠো মুঠো সুখ
দীর্ঘশ্বাসের প্লাবনে উপচে পড়ে দুখ।
অমানিষার নিকষ কালো মেঠো পথ ধরে
আশা ভরসার জোনাক পোকা মিটমিটিয়ে জ্বলে
ভাবনার লোনা জলে ভিজে কষ্টের চাদর
আশা সঞ্চারী প্রজাপতি দিয়ে যায় আদর,
বেদনার বর্ণমালায় রচি জীবনের গীতি কবিতা
প্রত্যাশা তবু যদি উড়ে কভু সুখের বারতা!