আর বেশি ঘনিষ্ঠতা নয় যতটুকু হয়েছে তাতেই যথেষ্ট
নির্দিষ্ট দূরত্ব দু’জনের জন্যই মঙ্গল
তুমি ভাবছো আরো একটু কাছে আসা, একটু নিবিড়তা
আমি কিন্তু তা চাইনা মোটেও
অতি কাছে আসা, গা ঘেষে পথচলা আমার সহ্য হয়না
দূর থেকে সমান্তরাল ভালোবাসাই আমার জন্য উপাদেয়।
আকাঙ্খিত হয়েই থাকবে তুমি আজীবন
ছোয়া পেলেই তো বুঝে যাবো তোমার অবয়ব
ভেঙে যাবে আমার স্বাপ্নিক বিভোরতা
সরে যাবে দৃষ্টির প্রতিবন্ধকতা
মিটে যাবে হৃদয়ের সমস্ত ব্যকুলতা।
আমি চাই তোমার জন্য চলতে থাকি দিগন্তহীন গন্তব্যে
পাড়ি দিই উত্তাল সাগরের বিক্ষুব্ধ তরঙ্গমালা
পাহাড়-পর্বত তন্ন তন্ন করে খুঁজে বেড়াই তোমাকে
এইতো পেয়ে গেছি, পাবো এই ভেবে কেটে যাক যুগ যুগান্তর….।