সুন্দর স্বপ্নগুলো আজ ধূমায়িত অস্বচ্চ
অবিশ্বাসের পেঁয়ালা ভরে গেছে বহু আগে
বিশ্বাসী চোখগুলো এখন জ্যোতিহীন অন্ধ
আস্থার সংকটে কাটেনা ভরসার প্রহর
সমাজের চিরচেনা রূপ যেন আজ বিবর্ণ
মাঝে মধ্যে মনেহয় আমাজন অরণ্য ঢের ভালো
স্বার্থের বিভাজন সেখানে নয়তো এতো বীভৎস!
এখানে নিত্য দেখি প্রতারণার নব কৌশল
পেশী শক্তির দানবীয় উম্মত্ততা,
ক্ষমতার আষ্ফালণে মানবিকতা জমাট পাথর
নীতি নৈতিকতাকে ঢেকে দিয়েছে নির্লজ্জতার চাদর।
শুভ চিন্তার মাথায় ঠুকেছে অশুভ শক্তির পেরেক
ক্ষোভের আগুনে নিত্য জ্বলছে মনুষ্য বিবেক
সময় এসেছে বদলাতে হবে রাজনীতির ডিএনএ
সত্য আর সুন্দরে ভরে দিতে হবে আদর্শিক শূণ্যতা।