আমরা ঘর্মাক্ত শরীরে শ্রম দিই সারাবেলা
শ্রমিক, মজুর বলে তোমরা যাদের করো অবহেলা,
আমাদের গড়া অট্টালিকায় কাটে তোমাদের বেলা
সত্যিই আমরা অবহেলিত, বঞ্চিত, শোষিত কামলা।


দিনমজুর, শ্রমিক বলে আমাদের নেই কোন অধিকার
দু’বেলা দু’মুঠো খাবার জোটেনা কপালে রোজকার,
আমাদের নিয়ে রচিত হয় ইতিহাস, কবিতা, কাব্যগাঁথা
দেখা হয়না মোদের হৃদযের রক্তক্ষরণ আর মর্মব্যাথা।


সুরম্য অট্টালিকার দেয়াল রক্তের ক্যানভাস
ইটের ভাঁজে ভাঁজে থাকে বঞ্চনার দীর্ঘশ্বাস!
হাতুড়ি আর শাবলের সাথে জীবনের সখ্যতা
মাথার ঘাম পায়ে ফেলে গড়ি মোরা সভ্যতা।