নদীর কলতানে আর সাগরের গর্জনে
শুনি তোমার নাম হে রহিম রহমান,
পাহাড়ের চূড়ায় আর ধরার সমতলে
কেবল তোমারই করুনা বহমান।


পাখির কলরবে আর ঝর্ণার ছন্দে
তোমারই মহিমা হে করুনা নিদান,
ফুলের সৌরভে মৌ মক্ষীকার গুঞ্জনে
ভাসে তোমার শান হে আল্লাহ মহান!


রাতের অন্ধকার আর দিনের আলোয়
নিত্য স্মরি তোমার নাম হে মহীয়ান,
জলে স্থলে কিংবা দিগন্ত বিস্তৃত মরুতে
বিরাজমান তোমার গরিমা হে গরীয়ান।


সমুদ্রের তলদেশে আর আকাশের মেঘমালায়
তোমার কুদরতের খেলা হে মুহায়মিন,
আকাশের নীলিমায় প্রকৃতির অপরূপ শোভায়
সবই তোমার কুদরত হে রাব্বুল আলামীন।