আমি একটি সুন্দর সকাল চাই
পত্রিকার পরিচ্ছন্ন একটি পাতা চাই
যেখানে থাকবেনা নৃশংসতার কোন খবর
ভেসে উঠবেনা ক্ষমতার দখল জবর।


আমি একটি নিরাপদ রাত চাই
যে রাতে ঘটবেনা কোন অপ্রত্যাশিত ঘটনা
গুম, খুন, অপহরনের থাকবেনা কোন শংকা
বিশেষ পোশাকের কেউ দেবেনা গৃহে হানা।


আমি চাই একটি কার্যকরী সংসদ
যেখানে থাকবে শুধু নির্বাচিত জনপ্রতিনিধি
সংসদে দাঁড়িয়ে দেবে জনগনের চাহিদা লিপি
দেশের তরে মেনে চলবে সংসদীয় বিধি।


আমি চাই ঘুষ আর দূর্নিতী মুক্ত প্রশাসন
দেশের মানুষ যেন পায় ন্যায্য শাসন
নেতা নেত্রীর সাহসী আর সত্য ভাষন
করবেনা কারো মুখে কেউ কলংক লেপন।


আমি চাই শুদ্ধ বানানে সত্য ইতিহাসের পুস্তক
যেখানে থাকবেনা অনৈতিক কল্প কাহিনীর স্তবক
চাই নৈতিক শিক্ষা আর সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন
অস্ত্র নয় কলমই হবে যেখানে একমাত্র বাহন।


আমি চাই মুক্ত বাতাস আর সুস্থ বিনোদন
শান্তিতে থাকুক আপামর জনগণ
চাই নিরাপদ সড়ক ও স্বস্থির জনপদ
বিষমুক্ত খাবার আর নির্ভেজাল ঔষধ।


এরকম অনেক চাওয়া আছে আমার মনে
জানিনা কার কাছে দাবী করব সবিনয়ে
প্রতীক্ষায় থাকি আসবে কবে সেই সুদিন
শোষণ মুক্ত সমাজ গড়ব আমরা একদিন।