আমি খুঁজি তোমায় ভালবাসার পরতে পরতে
খুঁজি তোমায় বর্ষা শরৎ আর হেমন্তে
আমার সুখ ও সাচ্ছন্দ্যে তোমাকে খুঁজি
দুঃখ আর বেদনায় তোমাকে বুঝি।
ব্যস্ততা আর অবসরে খুঁজি তোমাকে
তুমি আছো মস্তিষ্কের নিউরনে হৃদয়ের স্পন্দনে
তোমাকে খুঁজি গ্রীষ্মের দাবদাহে, শীতের কুয়াশায়
বসন্তের নব যৌবনে নবোদ্যোমে দেখি তোমায়
আমি খুঁজি তোমায় কৃষকের ঘর্মাক্ত শরীরে
বঞ্চিত জনতার ক্ষুধার্ত অবয়বে
এসিডদগ্ধ বোনের বিকৃত চেহারায়
পথ শিশু আর বস্তিবাসীর বেহাল দশায়।
ফসলের মাঠে নদীর স্রোতে তোমাকে খুঁজি
উত্তাল রাজপথে মুক্তির মিছিলে তুমি আমার জুটি
তোমাকে খুঁজি মুক্তিযোদ্ধাদের দৃঢ় শপথে
নির্যাতিত মা-বোনের ইজ্জত আর সম্ভ্রমে।
সীমান্তের কাটাতারে ঝুলন্ত লাশে তোমাকে দেখি
বিচারের বাণী নিভৃতে কাঁদে সকলে দেয় ফাঁকি
নেশাগ্রস্থ যুবকের মাতালামিতে তোমার ছবি আঁকি
অপসংস্কৃতির উম্মাদনায় তোমার সর্বনাশ ডাকি।
প্রবাসী শ্রমিকের অব্যক্ত বেদনায় তোমাকে পাই
মরুভূমির তপ্ত বালুকায় স্বপ্নরা হোচট খায়
অবরুদ্ধ গনতন্ত্র আর নির্বাসিত মানবতায় তোমাকে দেখি
তোমার কথা ভেবে আমি ডুকরে ডুকরে কাঁদি।
নাহ! এভাবে আর না, মানবোনা আর কোন বাহানা
ভালবাসার চাদরে জড়িয়ে গড়বো তোমায় অনন্যা
ওগো আমার প্রিয়তমা  সুজলা সুফলা চিরযৌবনা
আমার মাতৃভূমি বাংলাদেশ! লাল সবুজের আলপনা।