আমি যখন যেথায় থাকি সুখে কিংবা দুখে
প্রাসাদসম অট্টালিকায় নতুবা জীর্ণকুটিরে
না যেন ভুলি তোমায় ক্ষণিকের তরে।


বিপদে-আপদে কিংবা শান্তি-সমৃদ্ধিতে
চলার পথের প্রতিটি নিশ্বাসের তানে
আমি যেন চেয়ে থাকি তোমার পানে।


শত ব্যস্ততায় কর্মমূখর বাস্তবতার ক্লেশে
অলস অবসরে অঢেল আয়েশের আবেশে
তোমার রহমতের ফল্গুধারা থাকে যেন পাশে।


রোগে-শোকে কিংবা সুস্থ সবল দেহ মনে
লোক সমাগমে কোলাহলে অথবা নির্জনে
আত্মা যেন বিরত না হয় তোমায় স্মরণে।


প্রত্যুষের শুরুতে কর্মমুখর দুপুরে প্রশান্ত বিকেলে
পূর্ণিমার আলোতে কিংবা অমাবস্যার তিমিরে
ওগো দয়াময় যাচি তোমার করুণা সর্বান্তকরনে।