হে তরুণ! জেগে উঠো তারুন্যের ক্ষীপ্রতায়
বাঁধ ভাঙ্গা প্রতিবাদের নব উদ্দীপনায়,
সবুজ জমিনে আজ পড়ে আছে স্বজনের লাশ
মজলুমের চিৎকারে প্রকম্পিত বাংলার আকাশ।


হে তরুণ! গৃহকোণ ছেড়ে এসো মুক্তির মোহনায়
নিপীড়িত মানবতা চেয়ে আছে তোমার প্রতীক্ষায়,
কর্ণকুহরে নিত্য বাজে উৎপীড়িতের ক্রন্দন
ছিন্ন করো আজ শোষকের সাথে যত বন্ধন।


হে তরুণ! আর কত রবে ভুলে আত্ন পরিচয়
আপন শক্তি-সামর্থ করোনা আর তিমিরে অপচয়,
রাতের নীরবতায় শুনি ধর্ষিতার করুন আর্তনাদ
এখনি সময় তুলতে হবে শত কন্ঠে বজ্র নিনাদ।


হে তরুণ! তুমি এসো নিয়ে মুক্তির পয়গাম
রচিতে হবে মাতৃভূমির নিরাপদ সুন্দর আগাম,
চাইনা নৈতিকতা বিবর্জিত রাজনীতির নগ্ন নৃত্য
দেশের মানুষ নয় কোন জালিম শোষকের ভৃত্য।