কথা হবে কোন এক প্রত্যুষে মিছিলের আগাম প্রস্তুতি নিয়ে
নয়তো কোন এক দুপুরে খা খা রোদের খরতাপে সামান্য অবসরে,
অথবা পড়ন্ত বিকেলে কোন এক মাঠের কোণায় ব্যস্ত পরামর্শ সভায়।
হতে পারে কোন সহযাত্রীর পড়ার কক্ষে গা ঠাসাঠাসি করে বসে-
পরিকল্পিত এক সংগ্রামের নিখুঁত বাস্তবায়নের দৃঢ় শপথে।
দেখা হবে হয়তো কোন এক সংগ্রামের উত্তাল জনসমুদ্রে
সাদা-কালো আর সবুজের এক ইমানি পতাকা হাতে,
নয়তোবা আগুনের ফুলকি ঝরা কোন এক তেজস্বী ভাষণে
সুন্দর আগামী রচনার এক ইস্পাত কঠোর প্রত্যয়ে।
দেখা হতে পারে নির্যাতিত মানবতার অধিকার আদায়ের নিরলস প্রচেষ্টায়
কিংবা অত্যচারী শাসকের হীনমন্যতায় গড়া কারাগারের ঐ প্রকোষ্ঠে
নতুবা শুভ্র বসনে শহীদি কাফেলার গর্বিত এক সৈনিক হয়ে।