গরীব বলে তোমরা যারা করছো মোদের হেলা
সময়ের হাত ধরে আমাদেরও আসতে পারে বেলা,
তোমরা এখন আমাদের দেখে পাশ কাটিয়ে যাও
মাঠে ময়দানে দাঁড়িয়ে আবার মানবতার গান গাও!
তোমাদের শরীরে আজ বেলী-চামেলীর সুভাসিত আতর
বস্ত্রের অভাবে আমরা ঢাকতে পারিনা আমাদের গতর।
শীত-গ্রীষ্মের তারতম্যে তোমরা বদলাও পরিধান
ছেড়া বসনে মলিন বদনে আমরা গাই জীবনের গান!
তোমরা যখন আলো আঁধারীতে খাও সুস্বাদু খাবার
দু’মুঠো অন্নের তরে আমরা তখন করি হাহাকার,
বিলাসী আয়েশে তোমরা কাটাও নিত্য দিবস রাতি
গরীব বলে প্রতিবেশী ভাইটির সাথে দাও আড়ি।
যতই তোমরা করো তফাত মানুষ আমরা সবাই
সবকিছু ছেড়ে একদিন সকলকে নিতে হবে চির বিদায়।
আসন আর বসন হতে পারে তোমাদের অনেক দামী
আমরাও একই শ্রষ্টার, সম উপাদানে গঠিত শরীর খানি,
আমরা গরীব বলেই সমাজে তোমাদের পরিচয় আজ ধনী
মন ও মননে কে যে ধনী জানেন একমাত্র অন্তর্যামী।