মিথ্যে তোমার জন্ম কোথায়
কোথায় তোমার বাস,
কেমন করে ফলাও ফসল
কোন জমিতে চাষ!


মিথ্যে তোমার কত শক্তি
কত বড় ডানা,
জগৎ জুড়ে বিস্তার তোমার
মানোনা তো মানা।


মিথ্যে তোমার এতই রূপ
এতই তোমার কদর,
সবাই তোমায় লালন করে
মুখ থেকে অন্তর।


মিথ্যে তুমি প্রথম কবে
এসেছিলে এই ধরায়?
সমভাবে প্রভাব খাটাও
রোদ বৃষ্টি খরায়।


মিথ্যে তোমার কত জাদু
কত ছলা কলা,
নিমিষেই ভাঙ্গতে পারো
সত্য নায়ের তলা।


মিথ্যে তোমার অনেক দাপট
ভাবছো হবে জয়,
সত্যের কাছে নিত্য তোমার
হয় যে পরাজয়।