কোন প্রহেলিকায় আচ্ছন্ন আমি
ভুলে গেছি তোমায় হে অন্তর্যামী,
দুনিয়ার চাকচিক্যে হয়েছি বিভোর
সবকিছু ভুলে যেন ঘুমাচ্ছি অঘোর।
নিজেকে নিয়ে মত্ত আমি সারাক্ষন
নিত্য ভাঙ্গি তোমার সাথে করা পণ,
নকলের তরে আসলের করি ছারখার
তোমার বিধানের ধারিনাকো ধার।
অনির্দিষ্ট সময়ের এক সহযাত্রী আমি
ভুলে থাকি প্রভাকর মোর অস্তগামী,
ক্ষনিক পরেই হয়তো নামবে অন্ধকার
তবু আমি থাকি কেন এত নির্বিকার!