তুমি যদি যেতে চাও চলে যাও ভাই
আমি ভালবেসে রয়ে যাব আমার গাঁয়।
পাল তোলা নৌকা গুলো গায়বে সারি গান
নদীর তীরে বসে আমার জুড়িয়ে যাবে প্রাণ।
বিলে ঝিলে শাপলা ফুলের কিলকিল হাসি
গ্রাম্য ছেলের দূরন্তপনা হয়না কভু বাসি।
রাত নিশীতে জোনাক পোকা জ্বলে মিটিমিটি
তাদের সাথে সখ্যতা মোর অনেক বেশি খাঁটি।
মাঝ দুপুরে ঝাঁপিয়ে পড়বো নদীর স্বচ্চ জলে
বিকেল হলেই খেলবো নানান খেলা দলে দলে।
রাত্রি বেলা চাঁদের আলো দেবে মনে দোলা
উঠোনেতে খেলবো সবাই কানামাছি খেলা।
পাখ-পাখালির ডাকে আমি উঠবো জেগে ভোরে
মোয়াজ্জিনের আযান ধ্বনি আসবে ভেসে সূরে।
গাঁয়ের বধু কলসি নিয়ে যাবে পুকুর ঘাটে
কৃষক সব লাঙ্গল কাঁধে ছুটবে যে মাঠে।
এসব কিছু ছেড়ে আমি চাইনা যেতে শহর
স্বপ্ন তাই এই গ্রামে হয় যেন মোর কবর।