দেশের তরে ফলাই ফসল আমরা দেশের চাষা
এই দেশেরই মাটি তাই বুঝে মোদের ভাষা,
বছর জুড়ে করি মোরা নানান জাতের শস্য
কবিগণ বলেন তাই চাষীরা নাকি নমস্য!


প্রতি বছর ফসল মরে ঝড় বৃষ্টি খরায়
তবু মোরা মাঠে যেতে সাহস নাহি হারাই,
সকাল বেলা পান্থা নিয়ে চলি মোরা মাঠে
রোদ বৃষ্টি সারাক্ষণ থাকে মোদের পিঠে।


দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যে যখন নামে
গৃহ পানে ফিরি তখন শরীরটা ভিজে ঘামে,
দুনিয়া জুড়ে সব কিছুর বাড়ে কত মূল্য
দেয়না কেউ দামটা মোদের ঘামের সমতুল্য।


নিয়মিত পাইনা মোরা পানি বিদ্যুৎ সার
এসব কিছুর কথা বললে খেতে হয় মার,
কত কষ্টে কর্ষণ দিয়ে তৈরি করি মাঠ
তবু মোরা পাইনা খুঁজে স্বপ্ন সুখের হাট!