সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন ধরেছে পচন
যুব সমাজের হচ্ছে তাই আজ অধঃপতন,
হাতের নাগালেই রয়েছে নেশার উপকরন
মদ গাঁজা ইয়াবায় হচ্ছে অকালে মরন।
নৈতিকতাহীন শিক্ষা আসছেনা যে কাজে
ভবিষ্যৎ প্রজন্ম তাই হয়ে উঠছে বাজে।
মানবিক মূল্যবোধের কোথাও নেই চর্চা
রাজনীতির ফাঁদে মেধাবীরা যায় মূর্ছা।
শিক্ষাঙ্গনে নেই শিক্ষার সুষ্ঠু কোন পরিবেশ
প্রযুক্তির অপব্যবহারে তরুনরা হচ্ছে শেষ।
অভিভাবকরা দেখেও যেন দেখছেনা কিছু
শিক্ষকগনও দায়সারা ভাবছেননা যে পিছু।
এভাবে যদি চলতে থাকে বহমান সময়
দেশের ভবিষ্যৎ হবে অন্ধকার কলঙ্কময়!