আমি এখন আর গাইতে পারিনা স্বাধীনতার গান
হৃদয়ে আমার নিত্য বয়ে চলে অসহ্য যন্ত্রনার বান,
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমি জানাতে পারিনা
কেননা তোমরা স্বাধীনতার চেতনা লালন করনা।
অবহেলা আর বঞ্চনায় কাটে বীরাঙ্গনাদের দিন
অসহায় তারা দেশের তরে করে সর্বস্ব বিলীন।
পলিথিনের ঘরে মুক্তিযোদ্ধাদের মানবেতর জীবন
রিকসার প্যাডেলে ক্ষয়ে ক্ষয়ে ধবংস হচ্ছে স্বপন,
পাথরের গায়ে পরাও পুস্পমাল্য দিতে তাদের সম্মান
ভিটে-বাড়ি কেড়ে নিয়ে নিত্য কর চরম অপমান।
বীরাঙ্গনা আর যুদ্ধ শিশুরা অনুচ্চারিত ইতিহাস
অথচ সকলে সমস্বরে কর স্বাধীনতার জয়োল্লাস!
স্বাধীনতার মূল্যবোধে আজ তোমরা ধরিয়েছ পচন
কীভাবে আমি করবো স্বাধীনতা দিবস উদযাপন!