আমি ভাবি বসে একাকী আনমনে
প্রকৃতির এই শোভা নয় অকারনে,
মানবের তরে সাজালে ধরা অপরূপ
সাধ্য কার দেখিতে তোমার স্বরূপ!
যখন শুনি আমি তোমার আহবান
হৃদয় মোর গেয়ে উঠে তব জয়গান
আমি যখন চলি পথ বিজন অরণ্যে
শুনি তোমার প্রশংসা গীত কূজনে
যখন আমি দেখি সমুদ্রের জলরাশি
ভাবি সৃষ্টির এ কোন মায়াভরা হাসি;
হৃদয়ে যদি উঠে মোর বেদনার ঝড়
আকাশ নীলে দেখি কুদরতের সরোবর
দিনে সূর্য রাতে শোভিত চাঁদ তারা
জানি এসব তোমার রহমতের ফল্গুধারা
চিত্তে মোর নিত্য বাজে ভাবনার বীণ
অবনত মস্তকে স্মরি তোমায় নিশিদিন।