ওরে ও মন কেমন করে থাকিস তুই অচেতন
আসল ফেলে নকল নিয়ে মগ্ন কেন সারাক্ষণ!
সবার চক্ষু ফাঁকি দিয়ে থাকিস কেমনে গোপন
জানিনা তুই কাকে কখন করে নিস আপন।
তোর ভেতরে এত কথা কেমন করে রাখিস
কেমন করে তোর ইচ্ছেতে যেটা খুশি করিস,
শুরু থেকে শেষ অবধি তুই যে দেহের সাথী
তোকে নিয়ে জীবনভর চলে তাই মাতামাতি।
দেহের সাথে লেপটে থাকিস যায়না তবু দেখা
নীরব থেকেও বলিস কথা তুই যে প্রাণের সখা,
তোর মাঝে খুঁজে বেড়াই আনন্দ আর বেদনা
জগতজুড়ে তোকে নিয়ে চলে নানান বন্দনা।
তোর মাঝেতে বাস করে পূণ্য কিংবা পাপ
তুই আবার করিস পার হাজার রূপের ধাপ,
মানব জীবন হয় যে রঙিন তোরই রঙেতে
তোর প্রতিবিম্ব ভাসে তাই মাটির অঙ্গেতে।