ভাবনার বিহ্বলতায় কাটে নির্ঘুম রাত
স্বপ্নীল আবেশে কড়া নাড়ে প্রভাত।
আমি ভেসে বেড়াই মেঘের ভেলায়
পাড়ি দিই বেদনার চড়াই উতরাই।
আমি কখনো ভোরের নরম রোদ
তপ্ত দুপুরে নিই আবার প্রতিশোধ,
আমি শীতের দিনে উষ্ণতার চাদর
গ্রীষ্মের দাবদাহে শীতলতার প্রহর।
আমি ঘুরি ফুলে ফুলে হয়ে মৌমাছি
জীবনের আঙিনায় খেলি কানামাছি,
আমি ভালোবাসার এক উষ্ণ প্রস্রবণ
ব্যর্থ আমি বুঝিতে জটিল এই মন।
আমি চলার পথে সাজি কভু প্রবঞ্চক!
জানিনা কী যে জীবনের নিয়ামক!
কখনোবা আমি ঠক কিংবা প্রতারক
জীবন থেকে তাই হয়ে থাকি পলাতক।
আমি কখনো মাটির এক নির্বোধ ঢেলা
কখনোবা বিস্ফোরনের ভয়ানক গোলা,
কখনো আমি অতি আপন কখনোবা পর
কখনো আবার সাজাই আমি তাসের ঘর।
আমি ভাসি সাগরে হয়ে কাগুজে নৌকা
তরঙ্গের সাথে বাড়ে অতলে হারাবার শঙ্কা,
আমি নিত্য করি যাচাই আমার আমিকে
পারলামনা আজো তবু বুঝিতে নিজেকে!