স্মৃতির পাতায় জমে থাকা অবহেলার শ্যাওলাগুলি
সবুজাভ থেকে সবুজতর হচ্ছে দিন দিন
পারিযায়ী পাখির সাথে স্বপ্নগুলি উড়ে বেড়ায় নিশিদিন
কখনোবা তপ্ততায় ভেসে যায় মেঘের কোলে
বেদনার অতৃপ্ত বাষ্প হয়ে,
কখনো আবার নেমে আসে বারি হয়ে বিরহকাতর মনে।
জীবনের বিচিত্র এ খেলাঘরে স্বপ্নরা নিত্য হোচট খায়
কখনো জেগে উঠে প্রত্যাশার চর
কখনোবা বয়ে যায় কালবৈশাখীর ঝড়।
ভালোবাসা আজ ক্লোরোফিল বিহীন পত্র পল্লবের মতো ফ্যাকাশে
নির্জনে সঞ্চিত সুখানুভূতি গুলো ভোর হতেই ঝড়ে পড়ে
যেমন করে শিউলি ফুল রাতভর সুগন্ধি বিলিয়ে মানব স্নায়ূকে প্রশান্তি দেয়
ভোর হলেই ঐশ্বর্য হারিয়ে মিতালী করে মাটির সাথে।
সবকিছুরই কি একদিন প্রয়োজন ফুরিয়ে যায়?
জীবন মানে কি শুধুই অভিনয়?
তাহলে বাস্তবতা কী!
অলস সময়ে হৃদয় গহীনে যে অনুরণন
মনের মধ্যে স্মৃতির যে প্রবাহমান স্রোতধারা
তা কি কেবলই স্বপ্ন বা কল্পনার অযাচিত হস্তক্ষেপ?