ঘুমহীন রাতগুলো সপে দিলাম রাতের আকাশে
জীবনের বাঁকে বাঁকে লুকানো স্বপ্নরা আজ মিশে গেছে
শান্ত গোধূলির রঙে
সুখের সাম্পান সেই কবে ভেসে গেছে
বিষাদের সুনামিতে
সারি সারি দেবদারুর শীতল ছায়াতল
লজ্জাবতীর গায়ে হাত বুলানো পুলকিত শিহরন
বাগানে বসে পেয়ারার ডালে কাঠবিড়ালীর লুকোচুরি দেখা
নিস্পন্দ নেত্রে থাকিয়ে মুঠো মুঠো সুখের নিঃস্বার্থ বিনিময়
সবই যেন আজ স্মৃতির ধূসর পাতায় মলিন কাব্য!