শুভ সংবাদ হারিয়ে গেছে প্রাত্যহিক জীবনের অভিধান থেকে
বিবেকের খোলা জানালা বন্ধ হয়ে আছে ক্ষমতার বৈরি হাওয়ায়
নির্মমতার বন্দরে ঠাই দাঁড়িয়ে আছে অসহায়ত্বের অর্ণবপোত
লজ্জা-শরম গা বাছিয়ে সেই কবেই বরণ করেছে নিঃসঙ্গ নির্বাসন
নৈতিকতা যেন আজ শব্দকোষের পরিত্যক্ত অর্বাচীন শব্দ মাত্র!
মিথ্যের বর্ণমালা দিয়ে নিত্য রচে প্রতারণার গল্পগুচ্ছ
মানবতা যেন হিমাংকের নীচে জমাটবদ্ধ বরফ!
ক্ষমতার উইপোকা ধ্বংস করছে সত্য ও সুন্দরের ইতিহাস
জিঘাংসার রক্তক্ষরণে বিবর্ণ সময়ের ক্যানভাস
কী হয়েছে এই ভূ-খন্ডের! কীসের এই পূর্বাভাস?
স্বপ্নীল আগামী আর কতদূর!
আলোকিত ভোরে সত্যের মঞ্চায়ন কি হবেনা কখনো?
বিনিদ্র রজনীতে আরক্ত নয়নে স্বজন ফিরে পাওয়ার আর কত অপেক্ষা
প্রতীক্ষার প্রহর কত দীর্ঘ হলে ফিরে আসবে প্রত্যাশার জনপদ
নির্যাতনের তীব্রতা আর কত তীব্রতর হলে রক্তে উঠবে প্রতিবাদের বুদবুদ!