বেলা শেষে জীবন সুতোয়
দেবে যখন টান,
দেহের পিঞ্জর ছেড়ে দিয়ে
উড়াল দেবে প্রাণ।


শাসন-শোষণ, বিত্ত-বৈভব
সবই হবে শেষ,
ধনী-গরীব সবার সেদিন
একই হবে বেশ।


বড়ই পাতার গরম পানি
ধুয়ে দেবে গা,
সাদা কাপড়ে মুড়িয়ে দেবে
মাথা থেকে পা।


চার পায়ার খাটে করে
যেতে হবে বাড়ি,
আপন-পর সব কিছু
দিতে হবে ছাড়ি।


বিলাস বহুল বাড়ি গাড়ী
যাবেনা সাথে কিছু,
নেক আমল থাকলে পরে
ছাড়বেনা যে পিছু।


দুনিয়াটা পরকালের শস্যক্ষেত্র
জেনে রেখো সবাই
চলুন সবাই আপন সংসারে
ভালো ফল ফলাই।