মিয়ানমার আকাশে আজ জ্বলছে নির্যাতনের আগুন
রোহিঙা মুসলিমরা নির্বিচারে হচ্ছে যত্রতত্র খুন।
মানবতা ডুকরে কাঁদছে ধর্ষিতার রক্তাক্ত আঁচলে
অবুঝ শিশুর নিষ্পাপ রক্ত বয়ে যাচ্ছে নদীর জলে।
পৃথিবীবাসী দেখছে নৃশংসতার নিঠুর, বর্বর খেলা!
ভাবছে না কেউ আরকানীদের কীভাবে কাটছে বেলা।
হেলিকপ্টারের গানশিপ থেকে ছুটছে হিংসার গোলা
বাতাসে উড়ছে সাধারণ মানুষের রক্তমাখা ধূলা!
ওরা অসহায়, ওরা মুসলিম এটাই কী ওদের দোষ?
জোর করে নিজ ভূমি থেকে কেন অন্যত্র করছে পুশ!
মানুষ হিসেবে বেঁছে থাকার নেই কী তাদের অধিকার
কোথা গেলে পাবে বিচার কখন হবে এর প্রতিকার?
কখন বয়বে সুবাতাস এই জনপদে, ঝরবে শান্তির বারি
মুক্তির পয়গাম নিয়ে কে আসিবে হাতে নিয়ে তরবারি!
কোথায় গেল জাতিসংঘ, ওআইসি আর মানবাধিকার
তাদের কর্ণকুহরে কেন পৌঁছেনা মানবতার আর্তচিৎকার!
শান্তির তরে পায় পুরস্কার নয়তো মোটেও শান্তিকামী
মিয়ানমার ভূমি থেকে মানবতার সূর্য আজ অস্তগামী!