তোমায় খুঁজি ভালবাসার পরতে পরতে
খুঁজি তোমায় বর্ষা, শরৎ আর হেমন্তে,
আমার সুখ ও সাচ্ছন্দ্যে তোমাকে খুঁজি
দুঃখ আর বেদনায় তোমাকেই বুঝি।


তোমাকে খুঁজি গ্রীষ্মের তীব্র তাপদাহে
মৃতপ্রায় স্রোতস্বিনী নদীর জল প্রবাহে,
শীতের ভোরে খেজুর রসের মিষ্টি ঘ্রানে
বসন্তে পল্লবিত মুকুলে মৌমাছির গানে।


আমি খুঁজি তোমায় ব্যস্ততা আর অবসরে
নতুন দিনের শুরুতে পাখি ডাকা ভোরে,
তোমাকে খুঁজি যৌবনের প্রতিবাদী স্বত্বায়
তারুণ্যের স্বপ্নময় আগামীর নব প্রত্যাশায়।


খুঁজি তোমায় কৃষকের ঘর্মাক্ত শরীরে
বঞ্চিত আর ক্ষুধার্ত জনতার হাহাকারে,
দেখি এসিডদগ্ধ বোনের বিকৃত চেহারায়
পথশিশু আর বস্তিবাসীর বেহাল দশায়।


ফসলের মাঠে, নদীর স্রোতে তোমাকে খুঁজি
রাজপথে মুক্তির মিছিলে তুমি আমার জুটি,
তোমাকে খুঁজি মুক্তিযোদ্ধাদের দৃঢ় শপথে
নির্যাতিত মা-বোনের ইজ্জত আর সম্ভ্রমে।


সীমান্তের কাটাতারে ঝুলন্ত লাশে তোমাকে দেখি
বিচারের বাণী নিভৃতে কাঁদে সকলে দেয় ফাঁকি,
নেশাগ্রস্থ যুবকের নষ্ট আগামীতে তোমাকে দেখি
অপসংস্কৃতির উম্মাদনায় তোমার সর্বনাশ ডাকি।


প্রবাসী শ্রমিকের অব্যক্ত বেদনায় তোমাকে পাই
মরুভূমির তপ্ত বালুকায় স্বপ্নরা নিত্য হোচট খায়,
অবরুদ্ধ গণতন্ত্রে, লুণ্ঠিত অধিকারে তোমাকে দেখি
তোমার কথা ভেবে হৃদয় মোর ডুকরে উঠে কাঁদি।


ওগো আমার প্রিয়তমা, চিরযৌবনা হৃদয়ের আলপনা
তুমি আমার মাতৃভূমি বাংলাদেশ! লাল সবুজে আকাঁ।