ঘোর অমানিশার দিনে এলে তুমি ধরনীর বুকে
উজ্জ্বল আলোর ঝলকানি লাগলো সবার চোখে,
মৃতপ্রায় ধরনী গেয়ে উঠলো তব জাগরণী গান
মানবতার তরে তাঁকে পাঠালেন আল্লাহ মহান।


মক্কার আকাশে ভেদিয়া সেদিন উঠিল যে রবি
দ্যুতি ছড়ালো বিশ্বব্যপী তিনি মানবতার কবি,
মরুভূমির তপ্ত বালুকায় ফুটলো মনোরম ফুল
সৃষ্টির মাঝে নেই যে কিছু আর তাঁর সমতুল।


সূর্যদীপ্ত চেহারা মুবারক এলো যেদিন ধরনীতে
কে যেন দিল ফুঁক ফার্সের অগ্নিমন্দিরের অগ্নিতে
কাবাভ্যন্তরে মুর্তিগুলো পড়লো লুটিয়ে সিজদাতে
এলেন আছিয়া, মরিয়াম মা আমেনার ঘরেতে।


খুশির রব উঠিল সেদিন আসমান-জমিনে
রহমতের ফল্গুধারা বহিল সমগ্র জাহানে
জাহেলিয়াতের সব অন্ধকার হয়ে গেলো দূর
আলোকজ্জ্বল হলো ধরনী পেয়ে তোমার নূর।