ভাষার মাস এলেই শুধু
বাংলার কথা বলি,
সারাটি বছর খুঁজি মোরা
ভিন্ন ভাষার গলি।


ভাষার জন্য অনেক দরদ
ফেব্রুয়ারি মাস এলে,
একটি দিনের পরে আবার
সবকিছু যাই ভুলে।


মায়ের ভাষা বাংলা আমার
মুখেই শুধু বলি,
ঘরে ঘরে শুনি এখন
অন্য ভাষার বুলি!


শহীদ মিনারে ফুল দেয়াটাই
নয়তো শুধু কাজ,
ভাষার তরে কী করছি
ভাবতে হবে আজ!


ভুলে ভরা বাংলা বানান
নেই যে কেউ দেখার,
ইচ্ছে মতো লিখছে বানান
সবাই যেন নির্বিকার।


ভাষা শহীদদের স্মরণ করি
একটি দিনের তরে,
দিনটি গেলেই তাদের কথা
মনে নাহি পড়ে!


রক্ত দিয়ে কেনা মোদের
প্রিয় বাংলা ভাষা,
বাংলা দিয়েই বিশ্ব জয়
এটাই মোদের আশা।