নেশার জালে বন্দী তরুণ
বন্দী দেশের আগামী,
মোবাইল ফোনে মগ্ন হয়ে
কাটছে দিবস-যামী।


‘ইয়াবা’ কে ’বাবা’ ডাকে
অতি আদর করে,
অন্তরে তাদের নেই শ্রদ্ধা
আপন বাবার তরে।


ব্যাগ কাঁধে স্কুল-কলেজে
যাচ্ছে তারা সবাই,
অলীক স্বপ্নে বিভোর আবার
পড়ালেখা ছাড়াই।


চুল কাটার ঢং দেখলে
বেজায় লাগে রাগ
নীতি-নৈতিকার প্রতি নেই
তাদের অনুরাগ।


পোশাক-পরিচ্ছদ অদ্ভুত তাদের
অশোভন চলাফেরা,
মোটর সাইকেলে ঘুরে তারা
ভাবে যুগ সেরা!


পিতা-মাতা আছেন যারা
ভাবুন মিলে সবাই
তরুণদের আজ বাঁচাতে হবে
খুঁজতে হবে উপায়।


তরুণরাই আগামীর কর্ণধার
বললে শুধু হবেনা,
মানবিক মূল্যবোধে গড়তে হবে
অন্যথা হলে চলবেনা।