এ কোন জনপদে আজ আমাদের বসবাস!
চারিদিকে দেখি নারকীয় উম্মত্ত উম্মাদনা,
ধর্ষনের সেঞ্চুরীতেও থামেনা পাশবিক খেলা
শকুনিরাও মানব সমাজকে করছে ভৎসনা।


গোপনে নয়, প্রকাশ্য দিবালোকে নিঃসঙ্কোচে
বর্বরতার বিষাক্ত ফণা তুলছে তারা সহসা,
হিংস্রতার শত ডানা গিলে খাচ্ছে মানবতা
নারীর শরীরে তাই আঁকে বীভৎস নকশা!


নষ্ট অহমিকায় বিপর্যস্ত আজকের সভ্যতা
ক্ষমতার নেশায় বুদবুদ দেশের হর্তাকর্তারা,
মিথ্যার নির্লজ্জ ফুলঝুরিতে ব্যস্ত রাজনীতিক
অনৈতিকতার তীব্রতায় সভ্যতা যাচ্ছে মারা।


অনুভূতিহীন সমাজের রন্দ্রে রন্দ্রে দুষ্টের বাস
নিত্য রচে তারা পৈশাচিকতার ঘৃণ্য ইতিহাস,
নির্যাতিতরা লুকায় মুখ সময়ের নির্মম গহ্বরে
সুশীল চিন্তা-চেতনা হয়ে আছে জীবন্ত লাশ!


ধর্ষন-নির্যাতনের মাত্রা আর কত তীব্র হলে
রক্তে জাগবে প্রতিরোধের ঝাঁঝালো অনুরণন!
মানবরূপী নরপশুদের থাকবেনা আস্ফালন
শুনবোনা নির্যাতিত মানবতার করুন ক্রন্দন।
##