সবুজ শ্যামলিমায় পূর্ণ অপরূপ রূপের আঁধার
আমার বাংলা মায়ের বুক,
ঋতু বৈচিত্রের অনাবিল সৌন্দর্যে পরতে পরতে
খুঁজে পাই স্বর্গীয় সুখ!


অবিশ্রান্ত বর্ষার অলস একঘেয়েমি পার করে
আসে শিউলি ঝরা শরৎ,
জুঁই, টগর, কামিনী বিলায় মন মাতানো সুভাস
প্রকৃতি নেয় নতুন শপথ।


নদীর ধারে কাশবনে নেচে উঠে শুভ্র পরীর দল
তৃণপল্লবে লাগে শিশিরের আলিঙ্গন,
জ্যোৎস্নার শুভ্রালোকে স্নান করে রাতের অন্ধকার
অজানায় হারায় উদাসী মন।


নীলিমার প্রান্ত ছুঁয়ে উড়ে যায় পাখির ঝাঁক
চরে শুনি বালিহাঁসের ডাক,
সোনালী ধানের সম্ভার ঢেউ খেলে যায় মাঠে
আনন্দে ভরে হৃদয়ের বাঁক।


পুকুরের স্বচ্ছ জলে ভাসে খলসে, পুঁটি, চান্দা
গাছের ডালে ধ্যানে মাছরাঙা,
নৈসর্গিক সৌন্দর্যের বিমুগ্ধতায় প্রফুল্ল হয় চিত্ত
সজীবতায় প্রকৃতি হয় চাঙ্গা।
##