উদাস মনে আঁকি সময়ের খামখেয়ালি ছবি
বিষন্ন ক্যানভাসে ভেসে উঠে রুগ্ন সমাজের চালচিত্র!
প্রভাবশালীদের আঘাতে ক্ষত-বিক্ষত পাহাড়,
যৌবন হারা নদীর বুক কিংবা ধর্ষিতার মুখ!
ভেসে উঠে নির্যাতিত গৃহপরিচারিকার ঝলসে যাওয়া শরীর
গুম হওয়া কোন পিতার অবুঝ সন্তানের ফ্যালফ্যাল চাহনি।
কল্পনায় এখন আসেনা আর পরিচ্ছন্ন কোন আলপনা
সময়ের নোংরা দৃশ্যপট, প্রজন্মের অনিশ্চিত ভবিষ্যৎ
শুধু অসত্য আর অসুন্দরের কাব্যমালা
অগণন খবরের মাঝে নেই কোন সুন্দরের আহবান
চারদিক হতে শুধু ভেসে আসে ভয়ঙ্কর দুঃসংবাদ!
বাগানের ফুলগুলো যেন সুবাসহীন কৃত্রিমতার প্রতিচ্ছবি
বিবেক যেন আজ সীসা ঢালা প্রাচীর।
প্রতিবাদী সত্তারা মমি হয়ে আছে ক্ষমতার প্রাসাদে।
মায়া-মমতা, শ্রদ্ধা-ভালোবাসা আজ কেবল লাঞ্চিত শব্দগুচ্ছ
নেশার অক্টোপাস গ্রাস করেছে অনন্ত সম্ভাবনার যৌবন।
একে একে বন্ধ হচ্ছে আলোর সব জানালা
অন্ধকারে গা ভাসিয়ে সুখানুভব করছে বর্ণচোরা সমাজপতিরা
পুঁজিবাদী গণতন্ত্রের লাশের ভারে মুহ্যমান আম’জনতা
মেকি দেশপ্রেমে সয়লাব রাজনৈতিক সভা-সেমিনার।
বেকারত্বের গ্লানি নিয়ে জীবনের মানে খুঁজে মেধাবী মুখ
নগ্নতায় সভ্যতা খুঁজে ভাড়াটে সুশীল!
নর্দমায় কাঁদে অনৈতিক আসক্তির অপরিনামদর্শী ফসল!
এত ভ্রষ্টাচারে নির্বাক পশুর মতো বেঁচে থাকা আর কত!
##