দু'চোখ আমার যায় যেখানে
দেখি সবুজের মেলা,
দেখতে দেখতে কেটে যায় মোর
সারাটি দিন বেলা ।


আমার দেশের সবুজের ভাই
সে তো যৌবনেরই রং ,
যৌবন যে তার সেজেছে আজ
কত রঙের সং ।


সং সেজে আজ করছে পাগল
আমার অবুঝ মন,
সবুজ যে তার দেখেই যাব
এই যে আমার পণ ।


পণ যদি মোর যাইরে ভেঙে
এই জীবনের শেষে ,
আমার দেহ যাই যেন ভাই
এই মাটিতে মিশে ।