আমি তোমার ভালোবাসা থেকে নির্বাসিত
এই নির্বাসনের কোন বনবাস বা পরবাস নেই,
তাহলে কি করে আমি নির্বাসিত ?
হুম, আমি আমাতেই নির্বাসিত ।


এই নির্বাসনের অন্তর্দাহ
আমি একাকিত্বের মাঝে অনুভব করি ,
আমি অতীত খুঁজে ফিরি
কিন্তু কিছুই পাই না ।
তবে কি ! আমি স্বপ্নঘোরে আচ্ছন্ন ছিলাম ?
তা কি করে হয় !!
আমি তো তোমায় নিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখিনি।
আমি স্বপ্ন দেখেছিলাম দিবালোকের মাঝে ।


নক্ষত্রের মত আমি তোমাকে উদ্ভাসিত করতে চেয়েছিলাম
তুমি ছিলে আমার কাছে পূর্ণিমার  শশী ,
তোমার আলোয় আলোকিত হল অন্যের ভুবন
ভুলেছ যত ছিল আমাদের স্বপ্নরাশি।


অমাবস্যা, এখানে ঘোর অমানিশা
গিলেছে আমার আলোর পোয়ারা,
আমার ভুবন এখন চলে আমার আপন নিয়মে
এখন আমি স্বাধীন, এখন আমি ছন্নছাড়া।


=========সাধন============