কেটে যায় বৃষ্টির তাল,লয়, ছন্দ
বুলি উবে যায়, আড়ষ্ট কন্ঠ,
মনে জাগে হাজার দ্বন্ধ ।
সামনে পা বাড়ানোর সব পথ বন্ধ।
থেমে যায় তাই সব কাব্য,গল্প,প্রবন্ধ।


থেমে যায় ডানা ভাঙা পাখির নীড়ে  ফেরা,
বৈশাখী ঝড়ে এলোমেলো ঘর
বিপদে চেনা যায় আপন আর পর।
দু:স্বপ্নের পথে চলে তাই নীড় হারা পাখি
কেন মিছে ডাকাডাকি আর জলে ভেজা অাঁখি?


আকাশ ছুই ছুঁই ঘুড়ি,করছে উড়াউড়ি,
ঢিমে তালে সুতা
উড়তে উড়তে খাচ্ছে গোত্তা,
নাটাই হাতে আমি, হঠাৎ করে থামি
লেগেছে টান, তাই আকাশ হতে নামি।