ছকে বাঁধা জীবন,
ঝুলছে সিলিং ফ্যানের মতন,
স্থির একই জায়গায়,
কিন্তু ঘুরছে অন্যের প্রয়োজনে অবিরত।
শুরু যেখান থেকে শেষটাও সেখানে এসে।
মাঝে সময় চলে যায় হাওয়ায় ভেসে।


নিজস্বতা বলে কিছু নেই
নেই আপন করে কিছু ভাবার সময়,
ব্যস্ত দিন, ব্যস্ত রাত
সব কিছু একঘেয়ে মনে হয়।


একই নিয়মে প্রতিদিন আসে যায়।
ফুরায় দিনে দিনে জীবনের সব আয়োজন
ফুরায় দ্যূলোক- ভূলোকের আছে যত প্রয়োজন।


বেঁচে থাকার তাগিদে বেঁচে থাকা,
সব কিছু শেষে সবাই বড় একা,
জীবন যেন এক সাহারা।
হাজার অসুখ দিচ্ছে পাহারা।
তথাপি জীবন করছি যাপন, জীবনের প্রয়োজনে।