সাগরের তীরে শূন্য বালুচরে বসে
যখন আমি আনমনে তাকায় ধু ধু সীমাহীন নীল আকাশ পানে ,
দেখি এক ঝাঁক গাংচিল যাচ্ছে উড়ে
মনে মনে খুঁজি  আমি তোমায় তাহাদের ভিড়ে ।


হঠাৎ, সাগরের উচ্ছল তরঙ্গায়িত ঢেউ গুলো
কল্লোলিত শব্দ  তুলে আঘাত হানে তীরে ,
দেখি তুমি নেই সেথায় চেতনায় ফিরে ।


আবার,সৈকতের সুশীতল বাতাস গুলো
যেন নিয়ে আসে তোমার ভালোবাসা জড়ানো চুম্বন ,
আর অবচেতন মনে আমার  মুখ পানে করে অঙ্কন ।


কিন্তু, ঝড়ো ঝাপ্টা বাতাস এসে যখন কড়া নাড়ে
আমার একাকি মনের খিল দেওয়া দরজায়,
তখন নিজেকে খুঁজে পাই  বেসুর কোনো গানে ।


যখন চোখে পরে কোন ধবল বক
একাকী যাচ্ছে উড়ে,
তখন নিজের অজান্তে খোঁজে পাই মোরে তাহারি ভিড়ে ।
মনে হয় এই যেন আমারি মতো
বিরহ কাতর একাকিত্ব গ্রাসে ঋদ্ধ,
প্রিয়াহারা বেদনায় জর্জরিত তাহার হৃদয় ,
আর খুঁজে ফিরে অপলক দুই চোখে
দূর থেকে দূরে, দূর সীমানায় ।