ইচ্ছে হলে রাখতে পার হাত দুইটি এই হাতে,
চলতে পার তোমার অচেনা পথ ধরে একসাথে।
একবার হাত রেখে দেখতেই পার,
আমি নিশ্চিত, তুমি প্রাণ ফিরে পাবে,
ম্রিয়মান তোমার অস্থি,গ্রন্থিতে হবে প্রাণের সঞ্চার,
ফুসফুসে ধম ফিরে পাবে আবার।
আমি যে জিয়ন কাঠি।


ইচ্ছে হলেই ধরতে পার এই তর্জনী
একবার পায়ের সাথে পা মিলিয়েও দেখতে পার
দেখবে তুমি পথ খুঁজে পাবে,
আমি যে কুমোর টুলির এঁটেল মাটি।


ইচ্ছে হলে প্রয়োজন মত
গড়ে নিও তোমার হাইওয়ে,
তারপর সে হাইওয়ে ধরে পৌঁছে যাবে গন্তব্যে,
পিছনে ফেলে যাবে আমাই,
স্থির নয়নে আমি তাকিয়ে রইব
তুমি শূন্যে মিলানো অবধি।
এই আঁখির অগোচর হবে ঠিকই,
মনের আড়ালে যেতে পারবে কই??



ইচ্ছে হলে রাখতে পার তোমার মাথা এই কাঁধে,
ভাবতে পার তোমার  স্বপ্নের সাত কাহন।
আমি না হই, হব জল ফড়িং,
জলেই হবে সলিল সমাধি স্বেচ্ছায়।  


ইচ্ছে হলেই আঁকতে পার জল ছবি।
সেই ছবিতে আমি না হই একলাই ডুবি,
ডুবছি বলে ভেবো না হারিয়ে যাব!
অতল তলের তল হারিয়ে  মুক্ত আনব।
পড়িয়ে দেব তোমার গলায়।


ইচ্ছে হলে হতে পার উত্তাল সমুদ্রের উন্মত্ত  তরঙ।
ছন্দময় ঢেউয়ে ভাসাবে তোমার স্বপ্নের বেসাতি।
পৌঁছে  যাবে তোমার স্বপ্নের রাজ্যে।
আমি না হই, কূল হারিয়ে ভাসব অকূলদরিয়ায়।