ছিলে খোকা হলে জনক
দিলে জন্ম এক নতুন স্বদেশ ,
পেলাম মোরা স্বাধীনতা
বাঁচার জন্য অসীম সাহস ।


কত সংগ্রাম, কত ত্যাগ করেছ তুমি দেশের জন্য
কত কেটেছে রজনী তোমার বন্ধী দশায়
তবু নিজের জীবন কে তুমি ভেবেছ নগন্য ।


সপেঁচ তোমার আদ্যপান্ত্য
বলি দিয়েছ সুখ  আহ্লাদ ,
দেশের দশের স্বপ্নে বিভোর
এই যেন এক স্বপ্নবাজ ।


জীবন তোমার হারতে শিখেনি
ছাড়তে শিখনি  দেশের মাটি,
গর্বিত তাই বাংলা মা
পেয়ে তাহার সোনার কাটি ।


সোনার বাংলার হাল ধরেছিলে
নেতৃত্ব দিয়েছিলে স্বদেশ পুনর্গঠনে ,
প্রিয় বঙ্গবন্ধু, তোমার কাছে এতই ঋণী
কেমনে শোধরাবো তা এক জীবনে?


দেশে দেশে তোমার নাম রটেছে
বিশ্ব পেল এক মহান নেতা ,
বাংলা আমাদের জাতির সত্ত্বা
তুমি হলে বাঙালির "জাতির পিতা"।


=====০০=======