ঝুল বারান্দায় ঝুলছে স্বপ্নরা,
রকমারি ফুলের মতো বাহারী স্বপ্ন,
লাল,নীল, বেগুনী স্বপ্ন।
বাসি ফুলের মত নুয়ে পড়া স্বপ্ন।
ঝরে যাওয়া ফুলের, পদতলে পিষ্ট হওয়ার মত স্বপ্ন।
হাজার রকমের স্বপ্ন ঝুলছে।


এখান থেকে ভরা পূর্ণিমার রুপালি বৃত্তাকার চাঁদ দেখা যায়,
দেখি কিভাবে সেই চাঁদের আলো,
ভরা চাঁদ মেঘের আড়ালে ঢেকে যায়।
লক্ষ তারার সৌন্দর্য দেখি,
দেখি  খসে পড়া উল্কা।
কত শত সাজানো, পরিপাটি স্বপ্নরাও ঢেকে যায় দু:স্বপ্নের অন্ধকারে,
ওরাও খসে পড়ে উল্কার ন্যায় মনের আকাশ থেকে।


দেখি অমাবস্যার বিদঘুটে অন্ধকারের মাঝে,
সাদা কালো মেঘের বুক ফুঁরে
টিপ টিপ লাল বাতি জ্বালিয়ে, দ্রুত চলে যাওয়া আকাশযান।
দেখছি, খুব স্পষ্ট দেখছি কিভাবে হৃদয় ভেঙে, স্বপ্নরা হয় খুন।


এখন আমি ঝুল বারান্দায় ঝুলছি,
ঝুলছি প্রায় একশ ফুট উপরে,
নিচে কেবল হাঁটা চলা করছে কিছু দু'পায়ী কীট।
অপেক্ষা তাদের শুধু কখন আমি নিচে পড়ছি।