আবার যদি জীবনে আসত বর্ষা!!
প্রকৃতির ন্যায় পরিশুদ্ধ হত সব কালিমা,
ধুয়ে মুছে সাব করতাম সব জঞ্জাল ।
আবার নতুন করে সাজাতাম সব।


বড্ড অগোছালো আমি,
প্রতিদিন নতুন আশায়, সূর্য উদয়ের ন্যায়
উদিত হয় আমার স্বপ্ন  রাশি,
ভাবে, সোনালী আভায় রাঙিয়ে দিবে মনের আকাশ,
কিন্তু দিনান্তে সব ফিকে হয় অস্তগামী সূর্যের মত।
বাকি টা শুধু আঁধার ,


পূর্ণিমা এখানে আলো ছড়ায় না।
ভরা চাঁদ  এখানে ঢেকে থাকে মনের কালিমায়।
প্রতিদিন নিজের উপর জমতে থাকা ঘৃনায় আমি আজ শ্রান্ত...
পাপ মুক্তি চাই.....
ঝেড়ে ফেলে সব, নতুন করে বাঁচতে চাই দিবালোকের  মত   .........
যদি জীবনে আসত আর একটি বার বরষা!!!!!