দুলছে মনে খুব যতনে
স্বপ্ন হাজার,
বুনছে যত ইচ্ছে শত
রঙের বাহার।


রঙ হারিয়ে বিবর্ণ সব
মলিন জামা,
কাঁধের ঝুলি কিছু হেঁটে
একটু নামা ।


নামিয়ে রাখি স্বপ্নের ঝুলি
পথের ধারে,
ক্ষিদের জ্বালায় পেঠের ভিতর
কড়া নাড়ে।


নাড়িয়ে কড়া লাভ কি  হবে
ঐ রেস্তোরার,
নাগাল কি আর পাবো!
ও যে ভীষন দামী খাবার!!


দামী মানুষ দামী সোফায়
বসেন আরাম করে,
আমরা বাঁচি ধুলো ময়লায়,
ঐ যে রাস্তার মোড়ে ।


মোড়ে মোড়ে ঘুরে ফিরে
যায় সারা দিন কেটে,
দুই এক বেলায় ভাগ্যগুণে
খাবার মোদের জোটে ।


জোটে হাজার পীড়ন  
বেড়ে উঠি মোরা তাচ্ছিল্য আর অবহেলায়,
কার দোষেতে আগমন এই ধরায়!!
কোন সে অবেলায়?


বেলা অবেলায় কেটে যায় সময়
আমরাও বড় হই,
আমরাও একদিন মানুষ হব
চিৎকার করে কই।