না, যা ভাবছেন তা না!
আমি কোন নির্বাচনের মিছিল বা কোন মুভমেন্টের কথা বলছি না।
এই জনস্রোত ক্ষুধার বিরুদ্ধে, সদা সংগ্রামী জনতার।
ওরা ভোরের পাখি, সূর্য উদয়ের আগে যাদের দিনের সুত্রপাত।
ওরা পায়ে পায়ে এগিয়ে চলে,
দেখলেই মনে হবে স্রোত বয়ে চলছে, জনস্রোত।


শাসকের সব অন্যায় মেনে নিয়ে ওরা নিজেদের ভাগ্যকে গালি দেয়,
ওরা মেনে নেয় এটায় ওদের জীবন।
ওরা মেনে নেয়, জীবন মানে আধ পেটে ঘুম,
রাত জাগা চোখে স্বপ্নের অপমৃত্যু।


ওরা মানিয়ে নিয়েছে নিজেদের,
নিয়মের নামে সব অনিয়মের সাথে, সব অবিচারের সাথে।
ওরা ভালই বোঝে, এখানে সবার অধিকার এক না।
কারন, এদেশে কেউ আমলা আর কেউ কামলা।


কামলাদের আবার অধিকার!!
ওরা শুধু খেটে মরবে,
ওদের রোগ-বালাই বলে কিছু নেই,
ওদের নেই পরিবার-পরিজন।
ওরা দেশের চালিকা শক্তি।
তাই মৃত্যুও ওদের কাছে হার মানে।


ওরা ঘরে বসে থাকলে আমলাদের আবার আরাম হারাম হয়ে যাবে।
ওদের জীবন তো চলে কামলাদের ঘামে ভিজা পথ মাড়িয়ে।
আমি পোশাক শিল্পের শ্রমজীবী মানুষদের কথা বলছি।
বলছি এ দেশ মাতার অভাগা সন্তানদের কথা।
যারা বৈমাত্রেয়  আচরনের স্বীকার।