সূর্য  তখন মধ্যাকাশে মোটে,
আস্ত একটা বোঝা তোমার মাথার পরে লুটে।
তাপমাত্রা ঠিক ৪০ ডিগ্রীর মত তখন,
আর তুমি বলছ, এই আর এমন কি! এটাই মোদের জীবন।


ক্লান্তি তোমায় করে না ক্ষান্ত
ঘামের স্রোতে তুমি যতই হও স্নাত
স্বপ্ন তোমার দু'চোখ জোড়া,
আশা তোমার  ঐ বুক ভরা,
ছেলে তোমার যেন না হয় তোমার মত।


আহা! ঘাম তো নয় যেন হীরের ঝলকানি,
মিছে হীরে, মনি মুক্তা
তোমার ঘামের মুল্য  তার থেকে বেশি বলে মানি।


সকাল গড়িয়ে সন্ধ্যা,  সন্ধ্যা পেরিয়ে রাত
তবু তোমার হয়না বাড়ি ফেরা,
সারাদিনের ঘামের মুল্য দেয়নি তোমায়
ঐ মালিক লক্ষীছাড়া!


লক্ষী তো তবু ছাড়েনা তাদের
প্রতিনিয়ত যারা শোষণ করে,
ছেড়ে যায় সেই ভাগ্যাহত মানুষদের
আলো জ্বলে না যাদের ঘরে।


আলো না হয় নাই বা জ্বলল,
ওরা আঁধার ঘিরে বাঁচে,
ওদের চাওয়ার পাল্লা বড়ই হালকা
সাদা কালো সব সমান তাদের কাছে।


ওরা খুব সাধারণ,খেটে খাওয়া জনগন।
ওরা ভেঙে নিজের হাড়
গড়ে এই সংসার,
ওরাই সভ্যতার কারিগর।