আমাদের মান আছে ভাই
আছে মোদের হুশ ,
তাই তো মোরা গর্ব করে
বলি মোদের মানুষ ।


মানের আবার ভেদ আছে ভাই
আছে ধর্ম, বর্ণ কুল ,
অর্থ দিয়েও মান নির্ণয়ে
হয় না মোদের ভুল ।


হুঁশের চাপে বেহুঁশ হয়ে
কার মাথা কে খাচ্ছে চিবে,
কারো ঘরে জ্বললে আলো
কারো আবার যাচ্ছে নিভে ।


কার জীবনে জ্বলছে আলো?
কার জীবনে অন্ধকার ?
নিজের জীবন বাঁচলে আগে
পরের টা দেখার নেই দরকার !


স্বার্থসিদ্ধির তরে মোরা
কি রেখেছি বাকি?
জীবন খাতার হিসেবে কষায়
দিচ্ছি মোরা ফাঁকি ।


ফাঁকির দিন ও শেষ হবে ভাই!
হিসেবে সবার  দিতেই হবে,
একবারও  কি ভেবেছো!!
শেষ বিদায়ে, সাথে তোমার  কি যাবে ?


হুঁশ থাকতে মান বাঁচাও ভাই
মানের শেষে হুঁশ থাকা চাই ,
মানুষ হওয়ার জন্য আগে
মনুষ্যত্ব করো যাচাই ।