আমি তো তোমারি আছি !!
মিছে কেন এতো শংকা তোমার ?
আমি তো, তোমার তরেই বাঁচি ।
প্রতিটা মুহূর্ত , প্রতিটা দিন,
তুমি ছাড়া আমি যে মূল্যহীন ।
কথা গুলো আমার ছিল না .....!!


যতবার আমি অভিমানে , চাপা কষ্টে বলেছিলাম
একদিন আমি হারিয়ে যাবো ,
চলে যাবো চিরতরে তোমার দৃষ্টির অন্তরালে ,
ততবার তুমি অশ্রুসিক্ত নয়নে বলছিলে,
আমিহীন তোমার অস্তিত্ব শূন্য,
কিন্তু আজ তুমি দিব্যি ভালো আছো ,
ভালো আছো তোমার তথাকথিত সুখের জন্য ।


তবে কি তোমার বলা কথাগুলো ছিল আবেগ নাকি  ছলনা?
কি নেই আজ তোমার ?
নতুন সংযোজিত অগণিত আজীবন পাশে থাকার  প্রতিজ্ঞাবদ্ধ অকৃত্রিম বন্ধু ।
তোমার সুপ্ত স্বপ্নের ধনকুব পতি ,
প্রতিটি উৎসব অনুষ্ঠানে যারা তোমাকে আনন্দের সাগরে ভাসায় ।
সুখের পরশে ভুলিয়ে দেয় তোমার নষ্ট অতীত ।
যাদের হাত ধরে তুমি পাড়ি দিবে তোমার সুখের  জয়সিন্ধু ।
অর্থের প্রাচুর্য্য, বংশের পরম্পরায় প্রাপ্ত অহংকার ,
প্রতিহিংসা আর তোষামোদি স্বভাব তো আছেই ।


তোমার রুদ্রমূর্তি , হিতাহিত জ্ঞানশূন্য ব্যবহার ,
আমায় যখন করতো বাকরুদ্ধ ,
আমি যখন করতুম আমার মৃত্যুকামনা ,
তুমি রাগ ভুলে, দিকবেদিক হয়ে তোমার কোমল হাতে আমার গালে চড় মারতে।
আর বলতে , আমায় ছেড়ে তুমি কোথাও যাবে না ,
এমন কথা আর কখন ও বলবে না ।


আজ তোমার সেই কোমল হাতে পড় না
আমার দেওয়া সস্তা দামের চুড়ি,
ললাটে আর শোভা পাই না , আমার পছন্দের কালো টিপ।
পদযুগলে আর স্থান হয় না আমার দেওয়া জুতো আর নুপুরের ।
আমার দেওয়া সব কিছুতেই তোমার এতো ঘৃণা আর ভয় !!


ঘৃণা .....!
সে তো আমি অমানুষ বলে।
ভয় ???
পাচ্ছে স্মৃতি যদি তোমায় ঘিরে রাখে আষ্টেপিষ্টে !!
বিবেক যদি তোমায় প্রশ্ন করে !!তাই না??


বিবেকের তাড়না  তোমার তো কখন ও ছিল না,
যদি থাকতো , তবে কখন ও পারতে না ,
একজনের স্বপ্নকে শুলে চড়িয়ে,
সিরামিকের বাটিতে স্টিলের চামচের টুংটাং শব্দে
থাইস্যুপ  কিংবা চিকেন স্যুপ খেতে খেতে
নিজের স্বপ্নের সাতকাহন ভাবতে !!
পার ও বটে, ......!!