পোড়া মাটির ব্যাংক দেখেছ?
খুব সযতনে , আগুনে পুড়ে কুমোর তৈরী করে এক একটি ব্যাংক ।
তাতে রং লাগাই, খুব সুন্দর,  তাই না?
সে ব্যাংকে সবাই একটু একটু করে টাকা জমা রাখে ।
আমিও একটি ব্যাংক বানিয়েছিলাম
তোমার জন্য আমার মন কে পুড়িয়ে ,
মনের ব্যাংক ... ।


সেই ব্যাংকে তোমার জন্য আমি টাকা জমাতে পারিনি,
জমিয়েছিলাম একটু একটু করে অনেক ভালোবাসা ,
যার উপর শুধু তোমার অধিকার ছিল ।
সেই সঞ্চিত ভালোবাসায় কোন জাল বা কৃত্রিমতার শংকা ছিল না ।
কেন না তোমার প্রতি আমার ভালোবাসার পরতে পরতে ছিল বিশুদ্ধতা ।
সেই ব্যাংকে জমা করেছিলাম ,
তোমার আমার ছোট ছোট অনেক যুগল স্বপ্ন ।


আমার সেই ব্যাংক তোমার পছন্দ হলো না ,
তার উপর আমার নিয়ন্ত্রণ ছিল না বলে
একদিন তুমি আমার সামনে সে ব্যাংকটিকে ভেঙে ফেললে টুকরো টুকরো করে ,
আমি তোমাকে বাঁধা দিতে পারিনি ।
আমি যে শর্তহীন ভাবে তোমার জন্য সে ব্যাংকে
আমার স্বপ্নকে , ভালোবাসা কে জমা রেখেছিলাম ।
মাটির ব্যাংকের ভাঙা টুকরোর মতো আমার স্বপ্ন গুলোকে
তুমি ভেঙে খান খান করে দিলে,
কি নিষ্ঠূর তুমি !!