সৃষ্টির সেরা জীব আমরা মানুষ জাতি,
মনুষ্যত্ব মোরা দিয়েছি বলি
করছি হাতাহাতি  ।


স্বার্থের জন্য মোরা করছি সবই
কিছুই রাখিনি বাকি ,
মনুষ্য ধর্ম, স্বজাতির ধর্ম
সব কিছুতে দিচ্ছি মোরা ফাঁকি ।


যে কয়জন আছে
সৎ পথে চায় চলতে,
দুরাচারী , মিথ্যাবাদীরা সব
আসে তাদের দলতে ।


পেশীর জোরে পদায়ন,
মেধার হয় বিসর্জন ,
ক্ষমতা যার হাতের মুঠোয় ,
সব কিছু সে করে লুন্ঠন ।


হুঁশের ঠেলায় বেহুঁশ সবাই
তালমাতালে ভরা দেশ ,
আপাদমস্তক ভালোমানুষ
মনুষ্যত্বের নেইকো রেশ ।