এক একটি শহর যেন, এক একটি মৃত্যুপুরী,
চির চেনা রঙ আজ ফ্যাকাসে, ধুসর!
চারিদিকে দেখি কেবল সাদার ছড়াছড়ি।


রাস্তার দু'ধারের রংছটা বিলবোর্ডও মলিন,
নেই আগের সেই গাড়ীর লম্বা সারি,
এখন প্রকৃতি বড়ই রুষ্ট,  আকাশ বাতাস সব কিছু  ভারী।


শোকে বিহ্বল কত মুখ,
সব দিকে দেখি প্রিয়হারানোর আর্তনাদ
ছুটছে এদিক ওদিক, পায় যদি জীবনের স্বাদ।


কত সুন্দর করে গড়া এই জীবন
আজ রাস্তার পাশে পরে,
যমদূত দেখি নিঃশ্বাস পেলে সবার শিয়রে ।


মৃত্যু সে যতই চির সত্য হোক
কে মানিতে চাই!
কে ছেড়ে যেতে চাই সুন্দর এই ভূলোক?